‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ এর অর্থ পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শানে নুজুল:
হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূলে কারীম (সা.) ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ অবতীর্ণ হওয়া পর্যন্ত দুটি সূরার মাঝে পার্থক্য বিধান করতেন না তথা সূরার শুরু-শেষ বুঝতেন না।
ইমাম হাকেম (রহ.) উপরিউক্ত রিওয়ায়েতের বিশুদ্ধতা স্বীকার করে বলেন, এ রিওয়ায়েতটি শাইখাইন তথা ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রহ)-এর শর্তের অনুকূলে আছে।
২৬ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর