ইসলাম ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির জামা মসজিদে ১৪তম শাহি ইমাম হিসেবে বেছে নেয়া হল ইমাম সৈয়দ আহমেদ বুখারির উত্তরসূরিকে৷
ইমাম পদে বসতে চলেছেন ১৯ বছর বয়সী বুখারি-পুত্র শাবান বুখারি৷ ২০০০ সাল থেকে শাহি ইমাম পদে বহাল রয়েছেন আহমেদ বুখারি৷ এদিন বংশানুক্রমে ছেলের নাম ঘোষণা করে তিনি বলেন, শুধু ধর্মীয় দিক থেকেই তিনি দক্ষ নন, মানবতার প্রতিও গভীর আসক্তি রয়েছে শাবানের৷
বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্কে স্নাতক স্তরে পড়াশোনা করছেন তিনি৷ আগামী ২২ নভেম্বর ‘নয়াব শাহি ইমাম’ (উপ-ইমাম) হিসেবে নিয়োগ করা হবে তাকে৷ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় এক হাজার ধর্মগুরু৷ বাবার ছত্রছায়াতেই নিজেকে সম্পৃক্ত করবেন শাবান৷ গত ৪০০ বছর ধরে বংশ পরম্পরায় এই পদ পেয়ে আসছে বুখারি পরিবার৷
২৬ অক্টোবর ২০১৪/এমটিনিউজ২৪/জেইউএ/দৌলত/মাহমুদ/