ইসলাম ডেস্ক : হযরত আবূ মূসা আশ‘আরী (রা.) রাসূলে করীম (সা.) থেকে বর্ণনা করেছেন, রাসূলে করীম (সা.) জাহান্নামের গভীরতা আলোচনা প্রসঙ্গে ইরশাদ করেন ঃ যদি জাহান্নামের ভিতরের দিকে একটি পাথর ছুঁড়ে মারা হয় তাহলে সেটা জাহান্নামের তলদেশ পৌঁছার পূর্বে সত্তর বছর পর্যন্ত গড়াতে থাকবে।
(তারগীব, ইবনে হাব্বান)
হযরত আবূ হুরায়রা (রা.) বর্ননা করেন ঃ একদা আমার রাসূলে পাক (সা.)-এর পবিত্র খিদমতে বসা ছিলাম। হঠাৎ আমরা কোন বস্তু পতিত হওয়ার শব্দ শুনতে পেলাম। রাসূলে পাক (সা.) ইরশাদ করলেন, তোমরা কি জান এটা কিসের শব্দ? আমরা আরয করলাম, আল্লাহ্ এবং তার রসূলেই সম্যক জ্ঞাত।
তিনি বলেন, এটা একটা পাথর। আল্লাহ্ তা‘আলা জাহান্নামের তলদেশ পৌঁছানোর নিমিত্ত এটাকে জাহান্নামের মুখে নিক্ষেপ করেছেন। সেটা সত্তর বছর পর্যন্ত গড়াতে গড়াতে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। এটা সেই পতিত হওয়ার শব্দ। (মুসলিম)
৪ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে/আইএইস