ইসলাম ডেস্ক : নবী করীম (স.) ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ্তা’লা হযরত আদম (আ.)-কে আদেশ দিবেন, তোমার সন্তানদের মধ্যে থেকে দোযখীদের বের কর। হযরত আদম (আ.) আরজ করবেন, কি পরিমান লোক দোযখী হবে? আল্লাহ্ তায়ালা বলবেন, প্রতি হাজারে ৯৯৯ জন দোযখী হবে।
এ কথা শুনে আদম সন্তানেরা এত অস্থির হয়ে পড়বে যে, এই চিন্তায় যুবক লোকেরা বৃদ্ধে পরিনত হবে। অন্তঃসত্ত্বা মেয়েলোক চিন্তায় বাচ্চা প্রসব করে ফেলবে এবং বেহুঁশের মত হয়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে বেহুঁশ হবে না। কারণ বেহুঁশ হয়ে পড়লে তো আর কষ্ট ভোগ করা হবে না কাজেই অতীব অস্থির হয়েও বেহুঁশ হবে না।
এ কথা শুনে সাহাবাগন অত্যন্ত পেরেশান হয়ে জিজ্ঞেস করলেন হুজুর, আমাদের মধ্য থেকে হাজারে একজন কোন ভাগ্যবান লোকটি হবে? নবীজী বলবেন, এত চিন্তিত হও না। হাজারে একজন তোমাদের মধ্যে থেকে আর বাকী ৯৯৯ জন হবে ইয়াজুজ-মাজুজ হতে।
কাজেই তোমাদের এত চিন্তার কারণ নেই। অর্থাৎ ইয়াজুজ-মাজুজের সংখ্যা এত অধিক হবে যে, হাজারে তোমরা যদি একজন হও তা হলে তারা হবে ৯৯৯জন। আর এরা যেহেতু বনি আদম এবং আল্লাহর নাফরমানকারী, কাজেই এদেরসহ হিসাব করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/এমকে