আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন, তোমাদের নিকট যদি এমন ব্যক্তি বিবাহের পয়গাম দেয়, যার দ্বীনদারী এবং চরিএ সুন্দর হওয়া সম্পর্কে তোমরা নিশ্চিত, তার নিকট তোমাদের মেয়েদের বিবাহ দাও। এমতাবস্হায় যদি তোমরা বিবাহ না দাও, তবে দুনিয়াতে বড় ফিতনা বা ফাসাদ নেমে আসবে।(তিরমিজি শরীফ)।
এ হাদিস দ্বারা বুঝা যাচ্ছে যে, পাত্রকে অবশ্যই দ্বীনদার হতে হবে। নতুবা কোন মেয়ের জন্য তাকে স্বামী হিসাবে গ্রহন করা বা তার নিকট মেয়ে বিবাহ দেয়া বিপদ জনক।
২৫ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর