রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩১:২৪

কসম করা প্রসঙ্গে মহানবী (সা.)-এর কড়া হুঁসিয়ারি

কসম করা প্রসঙ্গে মহানবী (সা.)-এর কড়া হুঁসিয়ারি

ইসলাম ডেস্ক: আমাদের সমাজে অনেককেই দেখা যায় মায়ের কসম, বাবার কসম, কুরআন ছুয়ে কসম, মসজিদ ছুয়ে কসম, সন্তানের মাথায় হাত রেখে কসম, এছাড়াও অনেক ভাবে কসম করতে দেখা যায়।

 
এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেনঃ
''যে বেক্তি আল্লাহ্ ব্যাতিত অন্যের নামে কসম করে সে শিরক করলো।'' (হাদিসঃ তিরমিজি, আবুদাউদ, মিশকাত হা/২৯৬)

যারা এই ভুলগুলো করেছেন তাদের আজকেই আগের ভুলগুলোর জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর আল্লাহকে বলতে হবে জিবনেও আর আমি এইসব কসম করবোনা। যদি সত্যি সত্যি কোন ব্যাপারে আপনি সত্যবাদী হন তাহলে শুধুমাত্র 'আল্লাহ কসম' করবেন। এবং অবশ্যই সেটা যেন সত্যি বিষয়ে হয়, নতুবা আপনি কবিরা গুনাহ করলেন যেটা তওবা ছাড়া ক্ষমা হবেনা এবং এর জন্য কাফফারা দিতে হবে। আল্লাহ্ আমাদের ক্ষমা করুন... আমীন।
২৪ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে