ইসলাম ডেস্ক: তুরস্কের কিরশেহির প্রদেশে অবস্থিত ‘হামিদিয়ে কামি(মসজিদ)’ নামের মসজিদটি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে বর্ণিত জান্নাতের আদলে নির্মিত।
এটি ১৯১০ সালে তৎকালীন অটোমান খলিফার শাসনামলে নির্মিত। আজারবাইজানের একজন স্থপতি মসজিদটির দেয়ালের নকশা করেন।
তৎকালীন মুসলিম উম্মাহর খলিফা আমির আল-মু’মিনিন সুলতান দ্বিতীয় আবদুল হামিদের নামে এর নামকরণ করা হয়।
অবশ্য অটোমান সম্রাজ্যের পতনের পর মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হয়। তখন এটি পুনর্নির্মিত হয়। এসময় এর নাম পাল্টে ‘হামিদিয়ে কামি’ করা হয়।
মসজিদটির ইমাম সেফা একিনচি বলেন, মসজিদটি আকর্ষণীয় করতে সব ধরনের প্রচেষ্টায় চালানো হয়েছে।
সূত্র: দি ইসলামিক ইনফরমেশন/আরটিভি