মহানবী (সা.) ঘুমানোর আগে এই ৪টি কাজ করতেন-
১. ভালোভাবে বিছানা ঝেড়ে নিতেন । -(বুখারীঃ ৬৩২০)
২. ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করতেন । -(বুখারীঃ ৫৬২৩)
৩. শয়নের সময় দু'আ পাঠ করতেন (যেমনঃ 'আল্লাহুম্মা বিসমিকা আ'মুতু ওয়া আহইয়া') । -(বুখারীঃ ৬৩১৪)
৪. ডান কাৎ হয়ে শয়ন করতেন ।- ( বুখারীঃ ৬৩১৫)
এছাড়া মহানবী (সা.) ঘুমানোর আগে ৬টি কাজ করতে বলেছেন-
১. সাধারণত সতর খুলা অবস্হায় না শোয়া । -(তিরমিযীঃ ২৭৬৯)
২. বিনা কারণে উপুড় হয়ে শয়ন করতে নিষেধ করেছেন ।-(তিরমিযীঃ ২৭৬৮)
৩. ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা । -(তিরমিযীঃ ১৮১৩)
৪. দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া । -(মুসলিমঃ ৫৯০১)
৫. নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে অযু করে নেয়া । -(বুখারীঃ ২৮৮)
২৩ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর