রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৪:৫৮

সন্তানের ওপর পিতা-মাতার ১৪টি হক রয়েছে

সন্তানের ওপর পিতা-মাতার ১৪টি হক রয়েছে

ইসলাম ডেস্ক: মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তবে এই কথাটি কেন জানি অনেকেই ভুলে যায়। যার ফলে বৃদ্ধ বয়সে অনেকেই বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই সন্তানের উপর বাবা মায়ের সর্বমোট ১৪টি হকের কথা মুসলমান সন্তান হিসেবে এখনই জেনে নিন।


জীবিত অবস্থায় ৭ টি হক:
১) আজমত অর্থাৎ পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
২) মনে-প্রাণে ভালোবাসা।
৩) সর্বদা তাদেরকে মেনে চলা।
৪) তাদের খেদমত করা।
৫) তাদের প্রয়োজন পূর্ণ করা।
৬) তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা।
৭) নিয়মিত তাদের সাথে সাক্ষাত ও দেখাশোনা করা।.

মৃত্যুর পর ৭ টি হক।
১) তাদের মাগফেরাত এর জন্য দোয়া করা।
২) সওয়ার পৌঁছানো।
৩) তাদের সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনদের সম্মান করা।
৪) সাথী-সঙ্গী ও আত্মীয় স্বজনদের সাহায্য করা।
৫) ঋণ পরিশোধ ও আমানত আদায় করা।
৬) শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করা।
৭) সাধ্যমত তাদের কবর জিয়ারত করা।
২৩ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে