কিয়ামতের মাঠে আল্লাহ পাক যাদের সাথে কথা বলবেন না তারা হলেন:
১। খোটাদেয়া ব্যক্তির দান অর্থ্যাৎ যে ব্যক্তি দান করার পরক্ষণেই তার খোটা দেয়।
২। মিথ্যাশপথ কারী ব্যক্তি অর্থ্যাৎ যে মিথ্যা শপথ করে তার পণ্যদ্রব্য বিক্রি করে।
৩। টাখনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি অর্থ্যাৎ যে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে চলে বা পরিধান করে।
সহিহ বুখারী শরীফ, হাদিস নং-২০২
২১ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর