রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৪:৩৭

পবিত্র হেরেম শরিফে নামাজ আদায়ের ফজিলত

ইসলাম ডেস্ক: পবিত্র মক্কা মুকাররমাকে মসজিদে হেরেম, বাক্কা, উম্মুল কুরা, বায়তুল আতিক, মায়াদ, আল বালাদ, আল বালাদুল আমিন, করিয়া, ওদি, তিহামা প্রভৃতি নামে ডাকা হয়। মদিনা মুনাওয়ারা থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে মক্কা। তায়েফ থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সৌদির সবচেয়ে বড় বন্দরনগরী জেদ্দা ও লোহিত সাগর থেকে ৭২ কিলোমিটার পূর্বে এর অবস্থান।


হজরত নুহ (আ.)-এর মহাপ্লাবনের পর সর্বপ্রথম হজরত ইবরাহিম (আ.) সপরিবারে মক্কায় এসেছিলেন। তখনই থেকেই সূচিত হয়েছে এখানে মানব বসতি। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭৭ মিটার উচ্চতায় পবিত্র মক্কানগরী। আয়তন প্রায় ৮৫০ বর্গকিলোমিটার। বসবাসযোগ্য ৮৮ বর্গকিলোমিটার, বাকি এলাকা পাহাড়-পর্বত, মরুপ্রান্তর। ৬ বর্গকিলোমিটার আয়তনের মসজিদে হারাম পবিত্র মক্কার প্রাণকেন্দ্র।

পবিত্র কোরআনে কারিমে মক্কা ও মক্কার প্রসিদ্ধ পাহাড় সাফা-মারওয়ার কথা বলা হয়েছে। হাদিসেও মক্কা মুকাররমার অনেক ফজিলত বর্ণিত হয়েছে।

মক্কা মুকাররমার ফজিলত
সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আদি ইবনে হামরা (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ‘হাযওয়ারা’ নামক স্থানে ছিলেন তখন তাকে উটের ওপর সওয়ার অবস্থায় বলতে শুনেছি। তিনি বলেন, আল্লাহর কসম! নিশ্চয়ই তুমি আল্লাহর শ্রেষ্ঠ জমিন। আর আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর কসম! যদি আমাকে তোমার (বুক) থেকে চলে যেতে বাধ্য না করা হতো তাহলে আমি কখনও যেতাম না। -সুনানে ইবনে মাজা

আরেক হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, মক্কা বিজয়ের দিন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, নিশ্চয়ই আসমান-জমিন সৃষ্টির দিনই আল্লাহ এই জমিনকে হারাম বা সম্মানিত করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত তা হারাম ও সম্মানিত। সহিহ মুসলিম

মসজিদে হারামে নামাজ আদায়ের ফজিলত
বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুধু তিনটি মসজিদের উদ্দেশে সফর করা যাবে- আমার এই মসজিদ (মসজিদে নববী), মসজিদে হারাম ও মসজিদে আকসা। -সহিহ মুসলিম

অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে, হজরত জাবির (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার এই মসজিদে একটি নামাজ অন্য মসজিদে হাজার নামাজ থেকেও উত্তম। তবে মসজিদে হারাম ছাড়া। কেননা, মসজিদে হারামে একটি নামাজ অন্য মসজিদের এক লাখ নামাজের চেয়ে উত্তম। -মুসনাদে আহমদ
২০ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে