বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫০:৫৪

তাশাহুদ পড়ার পর মহানবী (সা.) ছোট্ট এই দোয়াটি পাঠ করতে বলেছেন

তাশাহুদ পড়ার পর মহানবী (সা.) ছোট্ট এই দোয়াটি পাঠ করতে বলেছেন

ইসলাম ডেস্ক: আমরা প্রতিদিন নামাজের সময়, নামাজের পরে কিংবা জিকির আজগারের সময় কত দোয়াই পাঠ করে থাকি। কিন্তু তাশাহুদ পড়ার পর আমরা কি কোন দোয়া পাঠ করি? আমাদের প্রিয় নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা তাশাহুদ পড় তারপর এই দোয়া পাঠ কর। দোয়াটি হলোঃ আল্লাহুম্মা ইন্নি আ’উযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আ’উযুবিকা মিন আযাবিল ক্ববর ওয়া আ’উযুবিকা মিন ফিতনাতিল মা’হয়া ওয়াল মামাত ওয়া আ’উযুবিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। [সহীহ মুসলিম ও মিশকাত। হাদীস নং- ৯৪০-৪১ ] দোয়াটির অর্থঃ হে আল্লাহ ! আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ ! আপনি আমাকে ক্ববরের আযাব থেকে মু্ক্তি দান করুন। হে আল্লাহ ! আপনি আমাকে জীবন মৃত্যুর কঠিন ফিতনা থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ ! আপনি আমাকে মাসিহি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন। ৯ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে