বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৯:৩৯

ভূমিকম্পের সময় পাঠ করার বিশেষ দোয়া

ভূমিকম্পের সময় পাঠ করার বিশেষ দোয়া

ইসলাম ডেস্ক: বিপদ কাউকে বলে আসে না। কখনও মানুষ সৃষ্ট বিপদ আবার কখনও মহান আল্লাহ তায়ালা মানুষকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিপদের সম্মুখীন করেন। তাই সকল বিপদের সময় আল্লাহ পাককে স্মরণ করাই একজন মুমিন বান্দার কাজ। আজকাল প্রায়ই ভূমিকম্প হতে দেখা যায়। ভূমিকম্পের সময় কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ তায়ালা আপনাকে হেফাজতে রাখবে তা কি আপনি জানেন? এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; প্রতিদিন সকালে ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় কোন বান্দা এই দু’আ তিনবার পাঠ করলে তাহলে কোন কিছুই তার ক্ষতি করতে পারবে না। بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ বিসমিল্লা- হিল্লাযি লা- ইয়াদ্বুররু মা‘আস্ মিহি শাইউন্ ফিল্ আরদি ওয়া লা- ফিস্ সামাই ওয়া হুওয়াস্ সামি-‘উল্ আলিম মহান আল্লাহর নামে যার নামের সাথে আকাশে ও যমীনে কোন কিছু ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। [ আবূ দাউদ, আত-তিরমিযী, ইবনে মাজাহ, আহমদ ] মহান আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। আমিন, ইয়া রাব্বাল আলামীন। ৯ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে