ইসলাম ডেস্ক: মিথ্যা বলা মহাপাপ। তবুও অনেকে কথার ছলে কিংবা জেনে শুনেই মিথ্যা বলে থাকে। যারা মিথ্যা কথা বলে তাদের জন্য কিয়ামতের মাঠে কঠিন শাস্তি অপেক্ষা করছে। তবে আপনি জানেন কি, ইসলামের ইতিহাসে কোনটিকে সবচেয়ে বড় মিথ্যা বলা হয়েছে?
ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যা সম্পর্কে আবু হুরায়রা (রা) হতে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না। কেননা, খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা । - [বুখারীঃ ৫১৪৩; মুসলিমঃ ১৪১৩; তিরমিযীঃ ১৯৮৮]
২৮ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর