বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৫:৫৫

‘হে মানুষ তোমরা নিজেদের এতোটা চালাক ভাবছো কেন?’

‘হে মানুষ তোমরা নিজেদের এতোটা চালাক ভাবছো কেন?’

ইসলাম ডেস্ক: আমাদের প্রতিপালক মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসাতে বললেছন, ‘হে মানবসমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; এবং ছড়িয়ে দিয়েছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা দোহাই দিয়ে অনুরোধ কর পরস্পরের কাছে এবং আত্মীয় স্বজনদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। তোমরা নিজেদের এতো চালাক ভাবছো কেন, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। সূরা নিসা : ১ মহান আল্লাহ আরও বলেন, “যে ব্যক্তি ভাল কাজ করবে, হোক সে পুরুষ কিংবা নারী, এবং সে ঈমানদার হবে, এরূপ লোক জান্নাতে দাখিল হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না।” (আন-নিসা ৪:১২৪) “আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে থেকে সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ কর এবং সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া।” (আর-রূম ৩০:২১) অন্যদিকে আল্লাহ পাক সূরা আল-ইমরানে বলেছেন, “আমি বিনষ্ট করি না তোমাদের কোন পরিশ্রমকারীর কর্ম, তা সে হোক পুরুষ কিংবা নারী। তোমরা একে অন্যের সমান।” (আল-ইমরান ৩:১৯৫) “বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী একে অপরের বন্ধু। তারা ভাল কাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, তারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আনুগত্য করে আল্লাহ ও তাঁর রাসূলের। এদেরই উপর আল্লাহ রহমত বর্ষণ করবেন।” (আত-তওবা ৯:৭১) ৯ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে