ইসলাম ডেস্ক: মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে বান্দারা ফরয আদয়ের পাশাপাশি অনেক নফল আমলও করে থাকেন। কিন্তু আপনি জানেন কি, আপনার আমল কবুল হচ্ছে কিনা? আমল কবুল হওয়ার না হওয়া প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) স্পষ্ট করেছেন।
হযরত উমর ইবনে খাত্তাব (রা:) হতে বর্ণিত,
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল।
আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে।
অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবেতার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে।আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে,যার জন্য সে হিজরত করেছিল।{বুখারী হাদীস} {সহীহ মুসলিম}।
২৭ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর