রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০১:৫০

এই দশটি সূরা আপনাকে দশটি বিপদ থেকে রক্ষা করবে

এই দশটি সূরা আপনাকে দশটি বিপদ থেকে রক্ষা করবে

ইসলাম ডেস্ক: আল-কোরআনের দশটি বিশেষ সূরা মুসলমানদের অন্তত দশটি বিপদ থেকে রক্ষা করে। তাই প্রত্যেক মূসলমানকে অবশ্যই সেই দশটি সূরা জানতে হবে।  এবং এর অর্থ বুঝে আমল করতে হবে। বিপদ থেকে রক্ষা করা ওই দশটি সূরা হলো-

১। সূরা ফতিহা আল্লাহর গজব হতে রক্ষার কারণ হয়।
২। সূরা ইয়াসীন কিয়ামতের দিন পিপার্সাত হওয়া থেকে রক্ষার মাধ্যম হবে।
৩। সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্থা হতে রক্ষার মাধ্যম হবে।
৪। সূরা ওয়াকি’আ দরিদ্রতা হতে রক্ষার কারণ হয়।
৫। সূরা মূলক কবরের আযাব হতে রক্ষার মাধ্যম হবে।
৬। সূরা কাওসার শত্রুর অনিষ্ট হতে রক্ষার কারণ হয়।
৭। সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী হতে রক্ষার কারণ হয়।
৮। সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষার কারণ হয়।
৯। সূরা ফালাক হিংসুকের হিংসার হতে রক্ষার কারণ হয়।
১০। সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে রক্ষার কারণ হয়।ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
২৭ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে