ইসলাম ডেস্ক: আল কোরআনের স্পষ্ট ব্যাখ্যা অনুযায়ি তওবা কারীদের জন্য অপেক্ষা করছে সুসংবাদ। তাই প্রত্যেক মুমিনের উচিত সর্বদা তাওবা করা এবং বেশী বেশী নেক আমল করা ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য তলব করা।
কারণ গুনাই সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় মুসিবত। বান্দা যখন তাওবা করে, আল্লাহ তাকে পছন্দ করেন এবং তাকে নিশ্চিত সফলতা দান করেন।
তিনি বলেন :''নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালবাসেন এবং ভালবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকেও।' [সূরা বাকারা : ২২২]
২৭ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর