বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৬:১৮

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচিসহ নানা দিক চূড়ান্ত

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচিসহ নানা দিক চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : বহু প্রতিক্ষার অবসান৷ শুক্রবার মুম্বাইতে আগামী বছর মার্চে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সরকারিভাবে উদ্বোধন হতে চলেছে৷ আইসিসির অফিশিয়াল টুইটারে বুধবার একথাই জানান হল৷ ওই অনুষ্ঠানে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানের উপস্থিতিতে সরকারি ভাবে টুর্ণামেন্টের উদ্বোধনের কথা ঘোষণা করা হবে৷ এদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টুইটার পেজে কুড়ি ওভারের ক্রিকেটের ফর্ম্যাটে চ্যাম্পিয়ন হওয়া চার দেশের ছবি পোষ্ট করে অনুষ্ঠানটির কথা বলা হয়৷ এছাড়া বিশ্বকাপের সরকারি লোগোর ছবিটিও তাঁর সঙ্গে পোস্ট করেছে ক্রিকেটের সর্বময় নিয়ামক সংস্থা৷ মঙ্গলবারই টি-২০ বিশ্বকাপের জন্য লোগো উন্মোচন করেছিল আইসিসি৷ দুবাই থেকে নিজেদের টুইটার অ্যাকাউন্টে লোগোর ছবি প্রকাশ করেছিল তারা৷ এর সঙ্গে তারা লেখে,‘ওয়ার্ল্ড টি-২০ এবার ভারতে আসছে, মার্চ ২০১৬’৷ সূচি অনুযায়ী ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টি-২০ বিশ্বকাপ চলবে৷ ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে৷ দীর্ঘ ২৮ বছর পর ঐতিহাসিক ইডেনে বড় কোনও ক্রিকেটীয় ইভেন্টের ফাইনাল হতে চলেছে৷ ইডেন বাদে ব্যাঙ্গালোর, চেন্নাই, ধরমশালা, মোহালি, মুম্বই, নাগপুর ও নয়াদিল্লিতে বিশ্বকাপের খেলাগুলি হবে৷ টি-২০ বিশ্বকাপের অভিষেকেই জয় পাওয়া দেশে প্রথমবারের জন্য এই টুর্ণামেন্টটি হতে চলেছে৷ যদিও চেন্নাইতে ম্যাচ হওয়া নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না৷ জানা গিয়েছে টিকিট বিক্রি নিয়েই সমস্যা তৈরি হয়েছে৷ আই, জে ও কে – এই তিনটে ব্লক ব্যান করে দিয়েছে চেন্নাই পুরসভা৷ তাই সমস্যা তৈরি হয়েছে৷ এবারের টি-২০ বিশ্বকাপে দশটি টেস্ট খেলিয়ে দেশ ও ছ’টি অ্যাসোসিয়েট দেশ অংশ নিচ্ছে৷ তবে অ্যাসোসিয়েট দেশগুলিকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে অনুষ্ঠিত যোগ্যতা অর্জন পর্বের বাধা টপকাতে হবে৷ শেষবার বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতকে ফাইনালে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল৷-কলকাতা ১০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে