শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ১১:৫৯:২৮

এখনও অক্ষত অবস্থায় আছে ১০০০ বছরের পুরোনো এই কুরআন

এখনও অক্ষত অবস্থায় আছে ১০০০ বছরের পুরোনো এই কুরআন

ইসলাম ডেস্ক: এখনও অক্ষত অবস্থায় আছে ১০০০ বছরের পুরোনো এই কুরআন। উত্তর পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রসিদ্ধ শহর খেনচেলাহ। এ শহরের এক বাসিন্দার কাছে রক্ষিত আছে হাজার বছরের পুরোনো পবিত্র কুরআনুল কারিমের একটি পাণ্ডুলিপি। এ পাণ্ডুলিপিটি পপিরাস নামক এক ধরনের কাগজে লিখিত। যা হাজার বছরেও ক্ষতিগ্রস্ত হয়নি।

সম্প্রতি আলজেরিয়ার খেনচেলাহ শহরের নিকটবর্তী আল-জাভিয়া অঞ্চলে ‘নূর’ নামক এক ফেস্টিবালে কুরআনের এ পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের দেখানোর জন্য প্রদর্শন করা হয়।

পপিরাস কাগজে লিখিত পাচীন এ পাণ্ডুলিপি স্থানীয় এক ব্যক্তির তত্ত্বাবধানে রয়েছে। যা তিনি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে