শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ০৪:০৫:২২

কাবা শরীফে নামাজে স্বামী, ছায়া দিলেন তাঁর স্ত্রী যাতে রোদে কষ্ট না হয়

কাবা শরীফে নামাজে স্বামী, ছায়া দিলেন তাঁর স্ত্রী যাতে রোদে কষ্ট না হয়

ইসলাম ডেস্ক: সৌদি আরবের ফটোগ্রাফার রাইদ আলেহায়ানি কখনো কল্পনাও করেননি তাঁর একটি ছবি সারা বিশ্বে এ রকম জনপ্রিয় হবে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়ায় আলোচিত ছবিটি প্রকাশিত হয়েছিল।

এতে দেখা যায়, কাবা শরিফের পাশে এক লোক নামাজ আদায় করছেন আর তাঁর স্ত্রী নিজের ছায়া স্বামীর শরীরের ওপর ফেলেছেন, যাতে রোদে তাঁর কষ্ট না হয়।

এবারের হজের মধ্যে আরাফাতের দিন ছবিটি তোলা। যদিও এরই মধ্যে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
ফটোগ্রাফার আলেহায়ানি বলেন, তিনি দৃশ্যটি পবিত্র মসজিদের ওপর থেকে দেখছিলেন এবং ছবিটি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

এরপর এটি ভাইরাল হয়েছে। লাখ লাখ লাইক ও কমেন্টে ভরে যায় তাঁর ফেসবুক। সৌদি আরবের মিস্ক ফাউন্ডেশনের অধীনে আলেহায়ানি চলতি বছর হজ কাভার করেন। তিনি বলেন, ছবিতে থাকা ভদ্রলোক তাঁর সঙ্গে দেখা করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ ছবিটি শেয়ারের জন্য ধন্যবাদ জানিয়ে গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে