ইসলাম ডেস্ক: আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মহান আল্লাহ তায়ালাকে রাজি খুশি করতে ফরযগুলো আদায়ের পর অতিরিক্ত নফল আমল করে থাকেন। কিন্তু আপনি কি জানেন আপনার আমলগুলো কবুল হচ্ছে কিনা? প্রধানত ৯টি ভুলের কারণে মুসলমানদের আমল আল্লাহ তায়ালার দরবারে কবুল হয় না।
একদিন ইবরাহীম ইবনে আদহাম (র) (মৃত্যুঃ১৬২ হিজরী) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন । লোকজন তাঁর পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করলঃ হে আবু ইসহাক ! আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে বলেন, ‘আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো’ কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না ।
তখন তিনি বললেন, ‘ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে-
(১) তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ পালন কর না ।
(২) তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল কর না ।
(৩) তোমরা দাবী কর রাসুলুল্লাহ (সাঃ) কে ভালোবাসো কিন্তু তাঁর সুন্নাহকে পরিত্যাগ কর ।
(৪) তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবী কর কিন্তু তোমরা তার পদাংক অনুসরণ কর ।
(৫) তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম কর না ।
(৬) তোমরা স্বীকার কর মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না ।
(৭) তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন ।
(৮) তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না ।
(৯) তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ কর না ।
২৬ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর