রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১১:২৫

মানুষকে দেয়া আল্লাহ তা’য়ালার সর্বশ্রেষ্ঠ নেয়ামত যেটা

ইসলাম ডেস্ক: পৃথিবীর সব পানিকে যদি কালি বানানো হয় এবং গোটা জমিনকে ও সব গাছের পাতাকে যদি কাগজ বানানো হয়, তবু মানুষকে দেয়া আল্লাহ তা’য়ালার নেয়ামত লিখে শেষ করা যাবে না। তবে আল্লাহ পাকের অসংখ্য-অগণিত নেয়ামতের মাঝে মানুষকে ইমান প্রদান করা সবচেয়ে বড় ও সর্বশ্রেষ্ঠ নেয়ামত। মানুষকে ইমানের নেয়ামত দান করে ধন্য করেছেন আল্লাহ তায়ালা।


ইমান একটি শক্তি, মানবিক শক্তি। ইমান হচ্ছে আল্লাহ তায়ালার সঙ্গে বান্দার একটি চুক্তি। কোনোভাবেই এ চুক্তির খেলাফ করা যাবে না। ইমান কী? ইমান হলো আল্লাহ মহানকে এক ও অদ্বিতীয় জেনে তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর প্রেরিত রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা। ইমানের কিছু দাবি রয়েছে, সেগুলো হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না, তিনি ছাড়া কারো কাছে নত হওয়া যাবে না, আল্লাহ মহানকেই একমাত্র স্রষ্টাজ্ঞান করতে হবে এবং জীবনের প্রতিটি বিষয় ও ক্ষেত্রে একমাত্র আল্লাহ ও তাঁর রাসুলের চূড়ান্ত আনুগত্য করেতে হবে। মূল কথা হলো, একমাত্র আল্লাহ মহানকেই চূড়ান্তভাবে ভালোবাসতে হবে এবং পরিপূর্ণভাবে একমাত্র তাঁরই আনুগত্য করতে হবে।
১৯ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে