জুবায়ের আল মাহমুদ রাসেল: মহান আল্লাহ তায়ালার অপরূপ সৃষ্টি আমাদের চোখ। যা দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখি। আল্লাহ তায়ালার নিয়ামত গুলো আমরা কখনোই দেখতে পেতাম না, যদি না আমাদের চোখ থাকতো। কিন্তু এই চোখ দিয়েই অনেক জঘন্য পাপ করা সম্ভব। এবং বাস্তব জীবনে অনেক মুসলমানই ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভাবে চোখের মাধ্যমে নিজেকে পাপ কাজে জড়ায়। তাই এখনই জেনে নিন চোখের গুনাহ থেকে রক্ষা পাওয়ার ১০টি উপায়।
১। অসৎ সঙ্গ থেকে দূরে থাকো । -সহীহ বোখারী-
২। সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করো,না হয়, রোযা রাখো । -সহীহ বোখারী-
৩। মনে রেখো যে ইহা একধরনের যেনা (ব্যভিচার) যা চোখ দ্বারা সম্পন্ন হয়ে থাকে ।
৪। পুর্ণ মনোযোগের সহিত নামাজ আদায় করো । -কোরআন- ২৯ঃ৪৫-
৫। পরিহার করো সেসব স্থান যেখানে সর্বদা অশালী কথা ও কাজ হয়ে থাকে। -সহীহ বোখারী,ইবনে মাজাহ-
৬। কোন কিছু দেখার সময় আল্লাহকে স্মরণ করো । -কোরআন-৯৬ঃ১৪-
৭। যে নিজেকে শুদ্ধ রাখতে চাই,আল্লাহ তাকে শুদ্ধ রাখেন । -সহীহ মুসলিম-
৮। খারাপ কিছু প্রথমবার অসাবধানতার দরুন দেখলে তাতে কোন গুনাহ হয় না, কিন্তু ২য় বার দেখল তাতে গুনাহ হবে । -আবু-দাঊদ শরীফ-
৯। সর্বদা মনে রাখতে হবে যে, আমার প্রত্যেকটি দৃষ্টি নিয়ে আমাকে প্রশ্ন করা হবে । -কোরআন- ১৭ঃ০৩-
২৬ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর