ইসলাম ডেস্ক : হাদীছ শরীফে ইরশাদ হয়েছে, পাঁচটি জিনিসের প্রতি দৃষ্টিপাত করলে জীবনের সমস্ত গুণাহ মাফ হয়ে যায়। আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করুন।
১. সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র রওজা শরীফের প্রতি তাকালে।
যতোক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে ততক্ষণ গুনাহ-খতা মাফ হতেই থাকে।
২. পবিত্র কোরআন শরীফের আয়াতের দিকে দৃষ্টি করলে।
৩. কা’বা শরীফের দিকে দৃষ্টি করলে।
৪. হক্কানী-রব্বানী আলিম বা আল্লাহওয়ালাদের চেহারা মুবারকের দিকে তাকালে।
৫. পিতা-মাতাদের দিকে তাকালে।
এসব বরকত ও রহমতপূর্ণ বিষয়ের প্রতি যতক্ষণ দৃষ্টি করবে ততক্ষণ গুনাহ-খতা ক্ষমা হতেই থাকবে। সুবহানাল্লাহ! (ত্রুটি মার্জনীয়)
২৫ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এমএস