ইসলাম ডেস্ক: পেটে ব্যথার বিষয়ে হাদীসে একটি কার্যকরী দুআ বর্ণিত হয়েছে। উছমান ইবন আবুল আস (রাঃ) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তার পেটের ব্যথার কথা বলেন।
উছমান (রা.) বলেন, ব্যথায় আমাকে অস্থির করে তুলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ব্যথার স্থানকে ডান হাত দিয়ে সাতবার মাসেহ কর এবং বল, “আউযূ বি-ইযযাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা- আজিদু।”
রাবী উছমান (রা.) বলেন, আমি এ রূপ করার সাথে সাথেই আল্লাহ আমার কষ্ট দূর করে দেন। এরপর থেকে আমি আমার পরিবার-পরিজন ও অন্যান্যদেরকে এরূপ করার নির্দেশ দেই। আবু দাউদ, হাদীস নং ৩৮৫১.।