ইসলাম ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণের বিশ্বরেকর্ড! ইসলামের শান্তির পতাকা তলে আসতে শুরু করেছে মানুষ। অধিক সংখ্যক মানুষ মহানবী হযরত মুহাম্মদ (সা) এর দেখানো পথে আসতে শুরু করায় রীতিমতো তা বিশ্বরেকরর্ডে পরিণত হয়েছে।
দুবাইয়ে ফেব্রুয়ারি মাসে ইসলাম গ্রহণ করেছেন মোট ২৩৮ জন, মার্চ মাসে ২৩৭ জন, এপ্রিল মাসে ৩৮৩ জন এবং মে মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনেই ইসলাম গ্রহণ করেন ২৫০ ব্যক্তি। এই শেষোক্ত ২৫০ জনের মধ্যে ৪৮ জন ইসলাম গ্রহণ করেছেন দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রের সহায়তা ও দিক-নির্দেশনায়।
দুবাইয়ে বসবাসরত এক হাজারেরও বেশি অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করায় দেশটিতে বিদেশিদের মধ্যে এ ধর্ম গ্রহণের হারে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রের পরিচালক রশিদ আজ জানিব জানিয়েছেন, দুবাইয়ে গত জানুয়ারি মাসে কেবল এই কেন্দ্রে এসে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের সংখ্যা ২০৫ জন।