রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৭:২০

ইসলামের সর্বোত্তম দোয়া ও যিকির

ইসলামের সর্বোত্তম দোয়া ও যিকির

ইসলাম ডেস্ক: একজন মুসলমান হিসেবে আল্লাহ পাকের সন্তুষ্টু অর্জনের জন্য সকল আমল সম্পর্কে জ্ঞ্যান থাকাটা খুবই জরুরী। ইসলামে এমন একটি দোয়া এবং যিকির আছে যেটিকে ইসলামের শ্রেষ্ঠ দোয়া ও যিকির বলা হয়েছে। চলুন কোন দোয়াটিকে শ্রেষ্ঠ দোয়া এবং কোন যিকিরকে শ্রেষ্ঠ যিকির বলা হয়েছে সেটা জেনে নিই।

১।  'আলহামদুলিল্লাহ' মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ’। [তিরমিযী-৫/৪৬২,ইবনে মাযাহ-২/১২৪৯,হাকিম-১/৫০৩,সহীহ আল জামে’-১/৩৬২]

২।  'লা ইলাহা ইল্লাল্লাহ' সর্বোত্তম যিকর। [তিরমিযী-৫/৪৬২,ইবনে মাযাহ-২/১২৪৯,হাকিম-১/৫০৩,সহীহ আল জামে’-১/৩৬২]
২৪ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে