এক হাদীসে মহানবী (সা.) এর সাতটি বিশেষ বৈশিষ্ট্যে সম্পর্কে জানা যায়। এবং সেখানে মহানবী (সা.) কোন দোয়াটি অধিকবার আমল করতেন সে বিষয়েও জানা যায়। মহনবী (সা.)এর সেই সাতটি বৈশিষ্ট হলো-
এক. নবী (সা.) অসহায় ও নিঃস্বদের প্রতি ভালবাসা পোষণ ও তাদের পাশে দাঁড়াতেন।
দুই. লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’ এ জিকিরটি অধিকবার পাঠ করতেন।
তিন. আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখা; যদিও তারা নবীজী (সা.)-এর সাথে সম্পর্ক ছেদ করতে চেয়েছিলেন।
এছাড়াও নবীজী বলেছেন,
১. পার্থিব ক্ষেত্রে আমি যেন আমার নিম্ন শ্রেণির প্রতি দৃষ্টিপাত করি, না বিত্তশালীদের প্রতি।
২. আল্লাহর পথে নিজেকে যেন ভর্ৎসনা না করি।
৩. (অন্যের কাছে অপ্রিয় হলেও) সদা সত্য ও ন্যায় কথা বলা।
৪. অন্যের মুখাপেক্ষী না হতে।
সূত্র : আল উসুলুস সিত্তাহ আশার, পৃ : ৭৫
১৯ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর