ইসলাম ডেস্ক: কেয়ামতের মাঠে মহান আল্লাহ তায়ালার সামনে মুনাফিক ব্যক্তিদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর উম্মতরা যাতে বিপদগামি না হয়, সেজন্য মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছেন। নবীজী (সা.) বলেছেন সর্বমোট ৪ ধরণের কাজ করলে মানুষ মুনাফিক বলে গণ্য হবে। আর যে ব্যক্তির মাঝে ওই ৪টি স্বভাবের যেকোন একটি থাকবে সেও মুনাফিক বলে গণ্য হবে। আর মুনাফিকদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। (বুখারী শরীফ ও মুসলীম শরীফ)।
মুনাফিকদের ওই ৪টি নিকৃষ্ট কাজ হলো-
১। তারা আমানত খেয়ানত করবে।
২। মিথ্যা কথা বলে।
৩। ওয়াদা ভঙ্গ করে।
৪। ঝগড়া বিবাদে জড়িয়ে অশ্লীল কথা বলে।
২৪ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর