ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তা’য়ালার আদেশ নিষেধ অমান্য করে অনেক সময় অনেক পাপ করে থাকি। তবে হাদীস শরীফে আছে আল্লাহ তা’য়ালা তিনটি জিনিসকে একদমই পছন্দ করেন না। হযরত মুগীরা ইবনে শোবা (রা) বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, আল্লাহ তা’য়ালা তিনটি জিনিস পছন্দ করেন না। তা হল:
১) অপ্রয়োজনীয় কথাবার্তা বা অযথা তর্ক বিতর্ক করা
২) বিনা প্রয়োজনে ধনসম্পদ অপব্যয় ও বিনষ্ট করা
৩) অনাবশ্যক প্রশ্ন করা বা প্রয়োজনের অতিরিক্ত জিনিস চাওয়া।
১৯ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর