রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৫:২৯

আল্লাহ’র পথে ফিরে আসার শ্রেষ্ঠ দোয়া

আল্লাহ’র পথে ফিরে আসার শ্রেষ্ঠ দোয়া

ইসলাম ডেস্ক: জীবনে চলার পথে অনেকেই ভুল করে কিংবা শয়তানের প্রলোভনে পড়ে বিপদগামী হয়। পরে নিজের ভুল বুঝতে পেরে ইসলামের পথে ফিরে আসার চেষ্টা করে। তবে এ ক্ষেত্রে অনেকেই নামাজ কিংবা অন্যান্য ইবাদতে ঠিকমতো মনযোগ দিতে পারেন না। তাই আল্লাহ তায়ালার পথে ফিরে আসার এবং মনযোগ সহকারে আমল করার শ্রেষ্ঠ দোয়াটি এখনই জেনে নিন।


ﺭَﺏِّ ﺍﺟْﻌَﻠْﻨِﻲ ﻣُﻘِﻴﻢَ ﺍﻟﺼَّﻼَﺓِ ﻭَﻣِﻦ ﺫُﺭِّﻳَّﺘِﻲ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺗَﻘَﺒَّﻞْ ﺩُﻋَﺎﺀ
"রব্বিজ আ'লনি মুকিমাছছলাতি ওয়ামিং যুররিইয়াতি রব্বানা- ওয়াতা কব্বাল দোয়া-"(সুরা ইব্রাহিম-৪০)
অর্থঃ "হে আমার রব ! আমাকে তাদের একজন কর, যারা নিয়মিত সালাত কায়েম করে,এবং আমার বংশধরদের মধ্যে থেকেও । হে আমার প্রভু তুমি আমার প্রার্থনা গ্রহণ কর।
১৭ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে