ইসলাম ডেস্ক: এবার সমুদ্রের তলদেশে নির্মিত হয়েছে মসজিদ। মসজিদটি তৈরি করেছে সৌদি আরবের ডুবুরিরা। ডুবুরিরা যখন সমুদ্রের গভীরে যান, তখন সময়মতো নামাজ আদায়ের লক্ষ্যেই মূলত এ মসজিদ নির্মাণ করেছেন। সৌদি আরবের উত্তারঞ্চলীয় শহর তাবুকের সমুদ্র মোহনায় নির্মিত মসজিদটির নাম ‘আত-তাওহিদ মসজিদ’।
মসজিদ নির্মাণের উদ্যোক্তা ও ডুবুরি হামদান ইবনে সালিম জানান, গত গ্রীষ্মের সময় সমুদ্রের তলদেশে মসজিদ নির্মাণের পরিকল্পনা মাথায় আসে। সমুদ্র মোহনায় নির্মিত মসজিদটির নাম ‘আত-তাওহিদ মসজিদ’।
প্রথমে মসজিদের একটি নমুনা স্থাপত্য নির্মাণ করা হয় এবং এরপর অন্যান্য কাজ এগিয়ে নেওয়া হয়। সমুদ্রের গভীর পানিতে মসজিদটির ভারসাম্য নিশ্চিত করতে চার ইঞ্চি প্লাস্টিকের পাইপ দিয়ে অবকাঠামো তৈরির পর বালি দিয়ে সেগুলোর ভেতরের অংশ ভরাট করে দেয়া হয়।
ইতিহাসের প্রথম সমুদ্রের তলদেশে এ মসজিদটিতে জামাত করে আছরের নামাজ আদায় করা হয়।-বৈশাখী টিভি অনলাইন।