এ সম্পর্কে মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল বেলায় কোনো রুগীকে দেখতে যাবে তার জন্য সন্ধা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা রহমাতের দুআ করতে থাকবে। আবার সন্ধায় দেখতে গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমতের দুআ করতে থাকবে এবং তার জন্য জান্নাতের ফলমুল নির্বাচিত থাকবে।” [বুখারীঃ→ ২/৮৪৭]
১৪ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর