সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ১০:০৫:৫৬

বিশ্বের সর্বাধিক কুরআন ছাপা হয় যে প্রতিষ্ঠানে

বিশ্বের সর্বাধিক কুরআন ছাপা হয় যে প্রতিষ্ঠানে

ইসলাম ডেস্ক:  সৌদি আরবের পবিত্র শহর মদীনার অনতিদূরেই অবস্থিত বিশ্বের সর্বাধিক কুরআন ছাপানো প্রতিষ্ঠান কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্যা প্রিন্টিং অব দ্যা হলি কুরআন। এটি সৌদি সরকারের পরিচালনাধীন একটি প্রকাশনা সংস্থা। পবিত্র কুরআনুল কারীমসহ এখানে বিভিন্ন ভাষায় বিভিন্ন ইসলামী গ্রন্থ ছাপানো হয়।

বর্তমানে সারাবিশ্বে ছাপা হওয়া পবিত্র কুরআনের কপিসমূহের মধ্যে অধিকাংশ কপিই এককভাবে এই প্রকাশনা সংস্থা থেকে ছাপানো হয়। এক বছরে ত্রিশ মিলিয়নের মত কপি ছাপানোর মত ক্ষমতাসম্পন্ন এই প্রকাশনা সংস্থা থেকে বর্তমানে প্রতিবছর গড়ে দশ মিলিয়নের মত কুরআনের কপি ছাপানো হচ্ছে। প্রায় দুই হাজারের মত কর্মকর্তা-কর্মচারি এই প্রতিষ্ঠানে কাজ করছে এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ বিশ্বের প্রধান প্রধান মসজিদগুলোতে এখান থেকে কুরআনের কপি সরবরাহ করা হচ্ছে।

এছাড়া মূল কুরআন মাজীদ এবং অন্যান্য বিভিন্ন ভাষায় কুরআনের অনুবাদ এই সংস্থা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। বিশেষ বিশেষজ্ঞদের একটি দল কুরআনের এই কপি ও অনুবাদসমূহ নিরীক্ষণের জন্য সার্বক্ষণিকভাবে এখানে নিযুক্ত রয়েছেন।

কিং ফাহাদ কমপ্লেক্স থেকে ছাপা হওয়া কুরআনের পান্ডুলিপিগুলো ‘মাসহাফে মদীনা’ লিপিতে লিখিত, যার সাথে আরবী ক্যালিওগ্রাফির নাসখ রীতির মিল রয়েছে। বিখ্যাত সিরীয় ক্যালিওগ্রাফার উসমান তালহার হাতে এই লিপিটি বিকশিত হয়, যিনি এই কমপ্লেক্সে শুরু থেকে বিশ বছরেরও অধিক কাজ করেন। তার হাতে লিখিত কুরআনের পান্ডুলিপি হাইরেজুলেশনে স্ক্যান করে বিভিন্ন আকৃতির পান্ডুলিপি এই সংস্থা থেকে ছাপানো হচ্ছে।

কুরআন ছাপানো ছাড়াও এই প্রতিষ্ঠান থেকে অডিওটেপ, সিডি, ডিভিডিসহ বিভিন্ন ডিজিটাল ভার্সনে কুরআন তেলওয়াতের রেকর্ড প্রস্তুত করা হয়। এছাড়া ব্রেইল পদ্ধতিতে প্রস্তত করা কুরআনের পান্ডুলিপিও এখান থেকে প্রকাশ করা হয়।

১৯৮৪ সালের ৩০শে অক্টোবর সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আবদুল আযীযের উদ্যোগে এই কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ, দাওয়া অ্যান্ড গাইডেন্সের নিয়ন্ত্রনাধীন এই প্রতিষ্ঠানটি এপর্যন্ত মোট ২৮৬ মিলিয়নের মত কুরআনের কপি প্রকাশ করেছে।-পরিবর্তন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে