ইসলাম ডেস্ক: কেয়ামতের মাঠে বিশেষ এক শ্রেণীর মানুষের জন্য সয়ং আল কোরআন সরাসরি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। যারা মহান আল্লাহ তায়ালার আদেশ নিষেধ মেনে কাজ করেছে কেয়ামতের মাঠে তাদের জন্য রয়েছে সুসংবাদ। তবে যারা আল্লাহর হুকুম মানে নি তাদের জন্য ভয়ংকর শাস্তি অপেক্ষা করছে। এ সম্পর্কিত একটি হাদিস হলো:
আরবি হাদিস
عَنْ أَبي أُمَامَةَ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ: «اقْرَؤُوا القُرْآنَ ؛ فَإِنَّهُ يَأتِي يَوْمَ القِيَامَةِ شَفِيعاً لأَصْحَابِهِ». رواه مسلم
বাংলা হাদিস
আবূ উমামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি যে, তোমরা কুরআন মাজীদ পাঠ কর। কেননা, কিয়ামতের দিন কুরআন, তার পাঠকের জন্য সুপারিশ-কারী হিসাবে আগমন করবে। [মুসলিম ৮০৪, আহমদ ২১৬৪২, ২১৬৫৩, ২১৬৮১, ২১৭১০]
৩১ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর