বুধবার, ০৩ এপ্রিল, ২০১৯, ০৮:৪৭:০৫

মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসুল সা. কে যেসব উপহার-উপঢৌকন এবং নেয়ামতসমূহ দিয়েছেন

মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসুল সা. কে যেসব উপহার-উপঢৌকন এবং নেয়ামতসমূহ দিয়েছেন

আল-আমিন : শবে মিরাজের সংক্ষিপ্ত উর্দ্ধজগত ভ্রমণে আল্লাহ রাব্বুল আলামিন রাসুল সা. কে যেসব উপহার-উপঢৌকন এবং নেয়ামতসমূহ দিয়েছেন, এর সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো :

১. রাসুল সা.-এর বুক বিদীর্ণ করা এবং তাতে ঈমান ও হেকমত ঢেলে দেওয়া।

২. হজরত জিবরাঈল আ.-এর সঙ্গে বোরাক আরোহন ও মসজিদে আকসা ভ্রমণ।

৩. পৃথিবীরাজ্য পরিভ্রমণ।

৪. আকাশের দিকে ঊর্ধ্বভ্রমণ ও আসমানরাজ্য পরিদর্শন।

৫. আল্লাহ পাকের বড় বড় নিদর্শনসমূহ প্রত্যক্ষ করা।

৬. নবীদের সঙ্গে সাক্ষাৎ।

৭. ফেরেশতাদের ইমাম হওয়া।

৮. বাইতুল মামুরে প্রবেশ করা।

৯. صريف الاقلام ‘কলমের লেখনী আওয়াজ’ শোনা।

১০. মহান আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ।

১১. আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন।

১২. পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়া। এটাই উম্মতে মুহাম্মাদীর জন্য শ্রেষ্ঠ উপহার।

১৩. সূরা বাকারার শেষাংশ উপঢৌকন হিসেবে পাওয়া।

১৪. উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষ মাগফিরাতের ওয়াদা প্রাপ্তি।

১৫. জান্নাত ও জাহান্নাম পরিদর্শন।

১৬. আল্লাহপাকের নৈকট্য ও সান্নিধ্য লাভ।

১৭. আল্লাহ পাকের দিদার লাভ।

১৮. মসজিদে আকসায় ফিরিশতা ও নবীদের ইমামতি।

১৯. মক্কায় প্রত্যাবর্তন ও কাফেরদের সামনে দলিল পেশ করতে সক্ষম হওয়া।

২০. মক্কায় বসে পুনরায় মসজিদে আকসা দেখার সুযোগ। (তথ্যসূত্র : মাআরিফুল মিরাজ ও আনওয়ারুল বারী)
সূত্র: আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে