বুধবার, ০৩ এপ্রিল, ২০১৯, ১০:৪১:৩১

শবে মে’রাজের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত জেনে নিন

শবে মে’রাজের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত জেনে নিন

ইসলাম ডেস্ক: শবে মে’রাজ এর সংক্ষিপ্ত বিবরন রজব চাঁদের ২৭ তারিখ রাত্রে নবি কারিম (সঃ) মে’রাজ শরীফে গমন করেছিলেন। এই রাত্রে আল্লাহতালা তার অসীম কুদরতে মুহুরত কালের মধ্যে সপ্তম আসমান , বেহেস্ত, দোজখ ইত্যাদি এবং আরশে মোয়াল্লা অবলোকন করিয়ে পৃথিবীতে ফিরিেয় আনেন।

শবে মে’রাজ এর নামাজ পড়ার নিয়ম: দুই রাকাত এর নিয়তে কমপক্ষে ১২ রাকাত নফল নামাজ আদায় করতে হয় ( চাইলে আপনি আর বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন)। তবে মনে রাখবেন, এশার নামাজ আদায় করার সময় তিন রাকাত বিতর নামাজ আদায় করা যাবে না। এই তিন রাকাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজ এর পর। শবে মেরাজ এর নিয়ত অন্যান্য নফল নামাজের মতই করবেন।

উচ্চারণ: নাওয়াইতুআন উছাল্লিয়া লিল্লাহে তা’আলা রাক’আতায় ছালাতি লাইলাতিল মে’রাজ মুতাওইয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার। যদি আপনি মনে করেন এটি মুখস্ত করতে সমস্যা বা মনে থাকে না তাহলে এই নিয়ত আপনি বাংলায় ও করতে পারেন।

যেমনঃ আমি কেবলা মুখি হয়ে মে’রাজ এর দুই রাক’আত নফল নামাজ আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য আদায় করার নিয়ত করছি, আল্লাহ্‌ আকবার। উপরক্ত নিয়তে দুই রাকাত করে চার রাকাত পর পর মুনাজাত করতে পারেন। এই ভাবে ১২ রাকাত এর অধিক যত রাকাত খুশি আদায় করতে পারেন। আমিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে