রবিবার, ০৭ এপ্রিল, ২০১৯, ০৯:৪১:০৪

এক নজরে আজমির শরিফ

এক নজরে আজমির শরিফ

ইসলাম ডেস্ক: ভারতের সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির দরগা পরিচিত ‘আজমির শরিফ’ নামে৷ রাজস্থানের আজমির শহরে অবস্থিত এই দরগায় প্রার্থনা করতে যান বিশ্বের অনেক দেশের মানুষ৷

‘গরিব নওয়াজ’-এর দরগা: ভারতের সুফি সন্ত খাজা মইনুদ্দীন চিশতিকে মানুষ চেনেন ‘গরিব নওয়াজ’ নামে৷ তেরোশ’ শতাব্দীতে ভারতে আসা এই সুফি সাধক ‘চিশতিয়া তরিকা’-র প্রতিষ্ঠা করেন৷ এই ধারার উল্লেখযোগ্য সাধক ছিলেন নিজামুদ্দীন আউলিয়া ও বিখ্যাত কবি আমির খুসরো’র (বানানভেদে আমির খসরুর) মতো ব্যক্তিত্বরা৷ আমির খুসরো’র বেশ কয়েকটি কবিতায় উঠে এসেছে ‘গরীব নওয়াজ’-এর প্রতি তাঁর ভক্তির উদাহরণ৷

কেন এত মানুষের ঢল: শোনা যায়, শুদ্ধ ও পবিত্র মন নিয়ে কিছু চাইলে, ‘গরীব নওয়াজ’ খাজা মইনুদ্দীন চিশতি কাউকে ফিরিয়ে দেন না৷ এছাড়া দরগার ভেতরের শান্ত পরিবেশ উপভোগ করতেও যান বিশ্বের নানা প্রান্তের মানুষ৷ দরগার ভেতরে মইনুদ্দীন চিশতির সমাধি ছাড়াও আছে দু’টি মসজিদ, যা তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান ও আকবর৷

 কোথায় এই দরগা: ভারতের রাজস্থানের শহর আজমির বা আজমেরে গেলে দেখতে পাবেন এই বিখ্যাত দরগা৷ খাজা মইনুদ্দীন চিশতির দেহরক্ষার পর সেখানেই সমাধিস্থ করা হয় তাঁকে৷ আজমিরের পাশেই রয়েছে হিন্দুদের পবিত্র স্থান পুষ্কর৷

কখন যাবেন আজমির শরিফে: প্রতি বছর হিজরি মাস রজবের ষষ্ঠ ও সপ্তম দিনে পালিত হয় খাজা চিশতির বাৎসরিক ‘উরুছ’৷ চিশতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দরগায় সেই সময় ভিড় জমান অসংখ্য ভক্ত৷ এছাড়া আজমির যাবার উপযুক্ত সময় বসন্ত ও হেমন্তের মাসগুলি, কারণ তখন আবহাওয়া থাকে খুবই উপভোগযোগ্য৷

বৈশিষ্ট্য কী: প্রতিদিন গড়ে প্রায় দেড় লক্ষ মানুষ যান আজমিরের এই দরগায়৷ শুধু প্রার্থনার কারণেই নয়, সারা বিশ্বের সংগীতপ্রেমী মানুষ এই দরগায় ভিড় জমান সাপ্তাহিক কাওয়ালির আসর শুনতে৷ উল্লেখ্য, আজমির শরীফের কাওয়ালির ধারা দরগার প্রতিষ্ঠাকাল থেকেই চলে আসছে৷ এই কাওয়ালি সারা বিশ্বে আরো ছড়িয়ে পড়েছে বলিউডের বেশ কিছু ছবির মাধ্যমে৷ ভারতীয় শাস্ত্রীয় সংগীতেও কাওয়ালি ধারার প্রভাব চোখে পড়ার মতো৷

মুঘল সময়ে আজমির শরিফ: দরগার প্রধান দ্বার ‘নিজাম গেট’ পেরোলেই চোখে পড়ে ‘শাহজাহানি গেট’, যা তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান৷ লোকমুখে শোনা যায়, সম্রাট আকবর ও তাঁর স্ত্রী আগ্রা থেকে পায়ে হেঁটে প্রতি বছর যেতেন এই দরগায় পুত্রসন্তান লাভের আশায়৷ পরে স্ত্রী হিরকা বাই পুত্রসন্তান জন্ম দিলে আকবর এই দরগার আশেপাশে বেশ কয়েকটি সরাইখানা, বাগান ও কুয়ো নির্মাণ করেন৷

বলিউডে আজমির শরিফ: বলিউডের গানেই যে কেবল উঠে এসেছে আজমির শরিফের কাওয়ালি, তা নয়৷ ‘যোধা আকবর’, ‘রকস্টার’-এর মতো জনপ্রিয় ছবিতে বারবার দেখানো হয়েছে এই দরগার আদলে তৈরি জায়গা৷ এছাড়া বলিউড তারকাকেই দেখা গেছে আজমির শরিফে৷
সূত্র: ডয়চে ভেলে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে