কোরআনের ক্ষুদ্রতম এই কপিটি পাওয়া গেছে জেরুজালেমে আল কুদসের কাছে। পৃথিবীর সবচেয়ে ছোট কোরআনের হেফাজতকারী খ্রিস্টিয় নাগরিকের নাম আমিল ঈসা। বংশপরম্পরায় কোরআনের ক্ষুদ্রতম কপির মালিক হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
৭ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর