রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫২:০৪

শহীদ ব্যক্তির সব গুনাহ মাফ হলেও একটি গুনাহ মাফ হয় না

ইসলাম ডেস্ক: আল্লাহর রাস্তায় যারা শহীদ হন, তাদের সকল গুনাহ মহান আল্লাহ তা’য়ালা মাফ করলেও একটি গুনাহ কখনোই মাফ করেন না।  আল্লাহ তা’য়ালা যে গুনাটি মাফ করেন না ত হলো ঋণ। এ সম্পর্কে হাদিস শরীফে বলা আছে-


আরবি হাদিস

وَعَن عَبدِ الله بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «يَغْفِرُ اللهُ لِلْشَّهِيدِ كُلَّ شَيْءٍ إِلاَّ الدَّيْنَ» . رواه مسلم
وفي روايةٍ له: «القَتْلُ فِي سَبِيلِ اللهِ يُكَفِّرُ كُلَّ شَيءٍ إِلاَّ الدَّيْن» .

বাংলা অনুবাদ
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঋণ (মানুষের হক) ছাড়া শহীদের সকল গোনাহ আল্লাহ মাফ করে দেবেন।” (মুসলিম)

এর অন্য এক বর্ণনায় আছে, ‘আল্লাহর পথে শাহাদত বরণ ঋণ (মানুষের হক) ব্যতীত সমস্ত পাপকে মোচন করে দেয়।’ [মুসলিম ১৮৭৬, আহমদ ৭০১১]
৬ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে