ইসলাম ডেস্ক : আরব সাগরের তলদেশে আজান, ইফতার এবং নামাজ আদায়ের ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের পতাকা ও কালেমা তাইয়্যেবার পতাকা হাতে ২ যুবক এ দুঃসাহসী কাজে অংশগ্রহণ করে।
কুদরত ডটকমের তথ্য মতে, জানা যায় যে, ইয়াহইয়া আশফাক, ওমর জান ও আইয়ুব পাটেল নামে পাকিস্তানের ৩ যুবকের দীর্ঘ দিনের ইচ্ছে যে তারা সমুদ্রের তলদেশে গিয়ে আজানের ধ্বনি পৌছে দেবে, যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই, আছে শুধু বিভিন্ন প্রজাতির প্রাণী। সেখানে তারা ইফতার করবে এবং নামাজ পড়বে।
এ ঘটনাটি ঘটে আরব সাগরের ১৬০ ফিট গভীরে। তবে ভিডিওতে ২ জনকে দেখা যায়। তাদের একজন হলো আশফাক। তিনি জানান, ‘তাওহিদের কালেমা ও দেশের পতাকা হাতে গভীর সমুদ্রে আজান, ইফতার ও নামাজ আদায় করতে পেরে গর্বিত।’