রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৮:০৫

আল্লাহ পাক যে ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালা কিয়ামতের মাঠে বিচারক হিসেবে উপস্থিত থেকে বান্দাদের বিচার করবেন। যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন তারা জান্নাতে যাবেন আর যারা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে ব্যর্থ হয়েছেন তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। কিন্তু এক শ্রেণীর বান্দাদের জন্য মহান আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করেছেন।  এ  সম্পর্কে একটি হাদিস রয়েছে-


আরবি হাদিস

وَعَنْ عِتبَانَ بنِ مَالكٍ رضي الله عنه فِي حَدِيثِهِ الطَّوِيلِ المَشْهُورِ الَّذِيْ تَقَدَّمَ فِي بَابِ الرَّجَاءِ قَالَ: قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فَقَالَ: «أَيْنَ مَالِكُ بنُ الدُّخْشُمِ ؟» فَقَالَ رَجُلٌ : ذَلِكَ مُنَافِقٌ لاَ يُحِبُّ اللهَ وَلاَ رَسُولَهُ، فَقَالَ النَّبِيّ صلى الله عليه وسلم : «لاَ تَقُلْ ذَلِكَ أَلاَ تَراهُ قَدْ قَالَ: لاَ إِلٰهَ إِلاَّ اللهُ يُريدُ بِذَلكَ وَجْهَ اللهِ ! وإنَّ الله قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ: لاَ إِلٰهَ إِلاَّ اللهُ يَبْتَغي بِذَلِكَ وَجْهَ اللهِ» . متفق عَلَيْهِ

বাংলা অনুবাদ
ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যা বিগত আল্লাহর প্রতি আশা পরিচ্ছেদে বর্ণিত একটি সুদীর্ঘ হাদিসের অংশ বিশেষ। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়ানোর উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে বললেন, মালেক ইবনে দুখ্শুম কোথায়! একটি লোক বলে উঠল, সে তো একজন মুনাফিক; আল্লাহ ও তাঁর রসূলকে ভালবাসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কথা বলো না। তুমি কি মনে কর না যে, সে [কালিমাহ] লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং সে তার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে মন থেকে [কালিমাহ] লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন। (বুখারি ৭৭, ১৮৯, ৪২৪, ৪২৫, ৬৬৭, ৬৮৬, ৮৩৮, ৮৪০, ১১৮৬, ৪০১০, ৫৪০১, ৬৩৫৪, ৬৪২২, ৬৯৩৮, মুসলিম ৩৩, আবু দাউদ ১৪১১)।
৬ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে