বুধবার, ২৯ মে, ২০১৯, ০৭:৫৪:২৬

ইসলামিক কালচারাল সেন্টারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুক্তরাষ্টের কর্ডস্মাথ ডানি

ইসলামিক কালচারাল সেন্টারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুক্তরাষ্টের কর্ডস্মাথ ডানি

ইসলাম ডেস্ক : যুক্তরাষ্টের নিরাকাগুয়ার অধিবাসী ৩৯ বছরের নারী কর্ডস্মাথ ডানি সম্প্রতি তার স্বামীকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক কালচারাল সেন্টারে এসে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন ‘আলিয়া মেন্দোজার’ আর স্বামীর নাম রেখেছেন ‘আব্দুল্লাহ মেন্দোজার’। খবর- দ্য ন্যাশনাল।

ইসলাম গ্রহণকারী এ নারীর রয়েছে মেন্দোজার নিজস্ব কোম্পানি। আর এ নামেই তারা প্রসিদ্ধ। আমেরিকার টুইন টাওয়ারে ৯/১১-এর হামলার সময় এ নারী বিমানে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সফরে বের হয়েছিলেন। হামলার পর বিমানটি নিকারাগুয়ায় ফেরত আসে।

এদিকে, ইসলাম গ্রহণের পর যুক্তরাষ্ট্রের নাগরিক আলিয়া মেন্দোজার বলেন, ‘ইসলাম গ্রহণ করার পর আমরা অনেক সম্মানিত। ধর্মান্তরিত ব্যক্তি হিসেবে আমাদের ডাকা হয় না।’

আলিয়া মেন্দোজার ধর্ম গ্রহণের পর বিশ্বনবী (সা.)এর ওই কথার পুরোপুরি মিল খুঁজে পান বলে জানা। বিশ্বনবী (সা.) বলেছেন, ‘প্রত্যেক ব্যক্তিই মুসলিম হিসেবে জন্ম গ্রহণ করেছিলো। পরে বাবা-মায়ের কারণে কেউ ইয়াহুদি কিংবা খ্রিস্টান হয়েছে।’

প্রথম কালেমা পাঠের স্মৃতি চারণ করে আলিয়া মেন্দোজার বলেন, ‘আমার মনে আছে সেই সব ‘হাঁসিমুখ’-এর কথা। ইসলাম ধর্ম গ্রহণ করতে আমার মাত্র তিন মিনিট সময় লেগেছিল। আর এ তিন মিনিট সময় চিরদিনের জন্য আমার জীবনে পরিবর্তন এনে দিয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে