ইসলাম ডেস্ক : পবিত্র রমজানের প্রথম ১৫ দিনে মদিনার মসজিদে নববীতে ৩২ লাখেরও বেশি মুসল্লি তারাবি নামাজ আদায় করেছেন। এমন তথ্য জানা গেছে, মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের অফিসিয়াল ঘোষণায়।
সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মসজিদে নববীর ভেতরে ১৪ লাখ ও নববীর আঙিনায় প্রায় ১৫ লাখ মুসল্লি তারাবির নামাজ আদায় করেন।
মসজিদে নববীর ছাদে ২ লাখ ৩৪ হাজার ৩২৩ জন তারাবির নামাজ আদায় করেন।
জানা যায়, গড়ে ৯৮ হাজার ৫৮৯ জন মসজিদে নববীর ছাদে এবং এবং প্লাজায় ১ লাখ ৮৬৮ জন মসজিদের দৃষ্টিনন্দন আঙিনায় তারাবি নামাজ পড়েন।