ইসলাম ধর্মের মহিমায় আকৃষ্ট হয়ে মুসলিম হলেন ৪৯ বছর বয়সী এক ব্রিটিশ নারী। এবারের পবিত্র রমজান মাস শুরু হওয়ার ষষ্ঠ দিনে তিনি ইসলাম গ্রহণ করেন। খবর খালিজ টাইমসের। ইসলাম গ্রহণ করার পর ওই নারী তার নাম রেখেছেন ইমাম, যার অর্থ বিশ্বাস।
তিনি বলেন, 'ইসলামের প্রতি ভাল লাগা টা শুরু হয় গির্জায় যেতাম যখন তখন থেকে। অনেক ধর্মোপদেশ ইসলাম ধর্ম থেকে দেওয়া হতো। আমার কাছে ইসলামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর তাৎপর্য। যা আমার হৃদয়ে শান্তি বয়ে আনে।'
ইমাম বলেন, 'আমি কয়েক বছর আগেই ইসলাম গ্রহণ করতে চেয়েছিলাম কিন্তু আমার মায়ের কারণে তা পারিনি কেননা তিনি চাননি আমি ইসলাম গ্রহণ করি। কিন্ত মায়ের মৃত্যুর পর আমি ইসলামিক ইনফরমেশন সেন্টারে বেশি করে যাওয়া শুরু করি যেখানে ইসলাম সম্পর্কে অনেক বিষয় পড়ি।'
তিনি আরো বলেন, 'আমি মুসলিম হিসেবে এবার প্রথম রোজা রাখছি যা আমি গত গত তিন বছর থেকে রাখার চেষ্টা করেছি। আমি আল্লাহ কাছে অনেক দোয়া করেছি এবং আল্লহ তা কবুল করেছে তাই এবার মুসলিম হিসেবে আমি রোজা রাখতে পেরেছি।' বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে থাকেন ইমাম, পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ।