ইসলাম ডেস্ক: আধুনিক বিজ্ঞান যেগুলো আজ আবিষ্কার করছে, সেগুলো মহান আল্লাহ তায়ালা ১৪০০ বছর আগে পবিত্র কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। মৌমাছি ও মধু উৎপাদন বিষয়েও আল কোরআন ব্যাখ্যা দিয়েছে।
আমরা আগে জানতাম মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে অত:পর তা মৌচাকে মজুদ করে রাখে সরাসরি। আসলে তা নয়, বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছে মৌমাছির শরীর থেকে মধু বের হয়। অথচ পবিত্র কোরআন ১৪০০ বছর আগেই বলে দিয়েছে মধু মৌমাছির শরীর থেকে বের হয়।
"মৌমাছির উদর হইতে নির্গত হয় বিবিধ বর্নের পানীয়, যাহাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য" (সূরা নাহল:৬৮, ৬৯)
কোরআন আরো বলেছে মধুর ওষুধীগুনের কথা। আজ আমরা জেনেছি মধুর মদ্ধে রয়েছে প্রচুর ধাদ্যগুন। আছে প্রচুর ভিটামিন কে আর ফ্রুক্টোজ। আরো আছে মাঝারি এন্টিসেপ্টিক গুন। কেটে যাওয়া যায়গায় মধু লাগিয়ে রাখলে কোনরকম ইফেকশান হয়না।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/