রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৮:১২

যাকাত না দেয়া ব্যক্তিদের হুঁশিয়ারি দিয়ে আল্লাহ তায়ালা যা বলেছেন

ইসলাম ডেস্ক: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। অথচ অনেক ব্যক্তিই তাদের অধিক ধন সম্পদ থাকার পরেও যাকাত দেয় না। যাকাত না দেয়া এমন ব্যক্তিদের উদ্দেশ্যে মহান আল্লহ তায়ালা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে,(যাকাত দেয় না) তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন।

সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন বলা হবে), এগুলো যা তোমরা নিজেদের জন্যে জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ কর জমা করে রাখার। (সুরা তওবা:৩৪,৩৫)
২২ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে