রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৮:২৭

আল কোরআন কি বলছে, চাঁদ কি সূর্যের আলোতেই আলোকিত?

ইসলাম ডেস্ক: চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। সূর্যের আলোতেই চাঁদ আলোকিত আধুনিক বিজ্ঞান বরাবরই চাঁদের আলো সম্পর্কে এই কথাটিই বলে আসছে। কিন্তু প্রকৃত অর্থেই কি চাঁদ সূর্যের আলোতে আলোকিত? এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।

মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইউনুসের ৫ নং আয়াতে বলেছেন, "আল্লাহ তায়ালাই এই সূর্যকে করিয়াছেন তেজস্কর আর চন্দ্রকে করিয়াছেন প্রতিবিম্বিত আলো"।

"কত কল্যাণময় তিনি, যিনি নভোমন্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ এবং চাদ-যাহার রহিয়াছে ধার করা আলো"। (সূলা ফুরকান:৬১)

চাঁদের আলো যে প্রতিবিম্বিত আলো অন্য কারো কাছ থেকে ধার করা (অর্থ্যাৎ সূর্যের কাছ থেকে ধার করা) এ কথাটা দেড় হাজার বছর আগেই আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে