বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০১৯, ০৯:৪৮:২০

হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে রানী মুখার্জির প্রশংসামূলক উক্তিটি ভুয়া

হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে রানী মুখার্জির প্রশংসামূলক উক্তিটি ভুয়া

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচিত্রে এক সময় বলিউড কাঁপানো অভিনেত্রী রানী মুখার্জি সভাবসূলভ ভাল আচরণের কারণে তিনি ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন। সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ তিনি বিভিন্ন পুরস্কার লাভ করেছেন।

তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও হযরত মুহাম্মদ (সাঃ) কে দুনিয়ার সর্বকালের সেরা মানব বলে টুইট করলেন যা নিয়ে অনলাইন মাধ্যমে শেয়ারিং এর ধুম পড়েছে! টুইটটির জন্য ইসলাম ধর্ম অনুসারীরা অবশ্য রানীকে ধন্যবাদ জানাচ্ছেন।

বাংলাদেশি কিছু অনলাইন পোর্টালের খবরে দাবি করা হচ্ছে যে, বলিউড অভিনেত্রী রানী মুখার্জী 'হযরত মুহাম্মদ (সাঃ) দুনিয়ার সর্বকালের সেরা মানব' লিখে টু্ইট করেছেন। 

অনলাইনে এজন্য অনেকে হিন্দু এই অভিনেত্রীর প্রশংসাও করেছেন। দাবিটি অসত্য; খবরগুলো একটি স্থগিতকৃত ভুয়া টুইটার অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরী। একইসাথে রানী মুখার্জীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে তার কোন ব্যক্তিগত কোন অ্যাকাউন্ট নেই।

পোস্টটির ক্যাপশন এরকম: ''হযরত মুহাম্মদ (সাঃ) দুনিয়ার সর্বকালের সেরা মানব : রানী মুখার্জি''।

পোস্টটির সাথে একটি প্রতিবেদনের লিঙ্ক সংযুক্ত আছে যেখানে লেখা আছে: ''তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও হযরত মুহাম্ম’দ (সাঃ) কে দুনিয়ার সর্বকালের সেরা মানব বলে টুইট করলেন যা নিয়ে অনলাইন মাধ্যমে শেয়ারিং এর ধুম পড়েছে! টুইটটির জন্য ইসলাম ধর্ম অনুসারীরা অবশ্য রানীকে ধন্যবাদ জানাচ্ছেন।''

কিন্তু পরবর্তীতে AFP ফ্যাক্ট চেক এর মাধ্যমে জানতে পারি যে, (যাদের ফেসবুক পেজ) রানী মুখার্জীর নামে ছড়ানো উক্তিটি ভুয়া যা আমাদের পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে ইহা সংশোধন করা হইয়াছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, ছেলেবেলায়ই তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল (১৯৯৬) চলচ্চিত্রে সহ-চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবং পরবর্তীতে তার মায়ের সনির্বন্ধ অনুরোধে রাজা কি আয়েগি বারাত (১৯৯৭) সামাজিক নাট্য চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় অভিনয় করেন।

এরপর নিয়মিত হিসেবে কর্মজীবন শুরু করেন কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে একটি সহযোগী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তার কর্মজীবনের এই প্রাথমিক সাফল্যের পর, পরবর্তী তিন বছরের জন্য তার চলচ্চিত্র বক্স অফিসে দুর্বল অবস্থানে ছিল। যশ রাজ ফিল্মসের সাথিয়া (২০০২) নাট্য চলচ্চিত্রে অভিনয়ের পর তার কর্মজীবনের সাফল্য আসে।

পিতা রাম মুখোপাধ্যায় একজন অবসরপ্রাপ্ত পরিচালক। তার মা কৃষ্ণা চলচ্চিত্রে গান গাইতেন। তার ভাই রাজা মুখোপাধ্যায় একজন চিত্র প্রযোজক। তার মাসি হলেন প্রখ্যাত চিত্রনায়িকা দেবশ্রী রায়। বলিউড তারকা অভিনেত্রী কাজল তার সম্পর্কিত বোন। তিনি বিখ্যাত পরিচালক প্রযোজক যশ চোপড়া এর বড় ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে